বরিশালে শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বরিশালের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিএম কলেজ থেকে নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে বিক্ষোভ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যান। তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে বিএম কলেজ থেকে নথুল্লাবাদ হয়ে চৌমাথা পর্যন্ত শিক্ষার্থীদের জমায়েত হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কার্যালয়ে সকাল থেকে দলের নেতা-কর্মীরা জড়ো হন। দলের অপর একটি অংশ জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এক দফা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিকে ঘিরে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করার জন্য জড়ো হতে শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কলেজের মসজিদ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। শিক্ষার্থীরা বলেন, তাঁরা বিক্ষোভ করে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাবেন। সেখানে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেন see more
0 Comments