Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বরিশালে ভারী বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে শামিল হাজারো শিক্ষার্থী


 নয় দফা দাবিতে কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। নগরের নথুল্লাবাদ এলাকায়ছবি: সাইয়ান

বরিশালে ভারী বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে নেমেছেন। তাঁরা নগরের নথুল্লাবাদ ও আমতলা মোড়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে সরকারি ব্রজমোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভে অংশ নিতে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় যান। এখানে তাঁদের সঙ্গে যোগ দেন বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের হাতে আছে বিশাল জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। এই বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবককেও অংশ নিতে দেখা যায়। বেলা পৌনে ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে আমতলা এলাকায় যান এবং মহাসড়কে বিক্ষোভ করেন। তাঁদের হাতে স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাঁরা বিক্ষোভ মিছিল করছেন।

এদিকে একই দাবিতে নগরের সদর রোডে বিক্ষোভ করে বাম গণতান্ত্রিক জোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা মনীষা চক্রবর্তীসহ বাম জোটের নেতারা এতে অংশ নেন।

এসব কর্মসূচিকে ঘিরে কর্মসূচিস্থল, নগরের বিভিন্ন এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য....see more

Post a Comment

0 Comments