xx x
ফেভারিট হিসেবেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে মাঠে নেমেছিল ভারত। কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি তারা। ব্যাটে-বলে দুই বিভাগেই হরমনপ্রীত কৌরের দলকে হতাশ করেছে কিউইরা। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫৮ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় আকাশী-নীলরা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার শেফালি ভার্মা। ১৩ বলে ১২ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন আরেক ওপেনার স্মৃতি মান্ধানা। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হরমনপ্রীত কৌরও।
0 Comments