‘মড়ার উপর খাঁড়ার ঘা’ নয়, মড়ার উপর চোটের ঘা—ব্রাজিল ফুটবল দলের বর্তমান অবস্থা সম্ভবত এমনই। এমনিতেই দলটির মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। এর সঙ্গে যোগ হয়েছে চোটের ঘা। ব্রাজিলের জন্য সর্বশেষ বড় দুঃসংবাদ চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের ছিটকে যাওয়া।e ee
শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২–০ গোলে জয়ের রাতে চোটে পড়েন ভিনিসিয়ুস। ম্যাচের ৭৩ মিনিটে গোল করা ভিনিসিয়ুস ৭৯ মিনিটে মাঠ ছাড়েন ঘাড়ে অস্বস্তি নিয়ে। পরীক্ষা–নিরীক্ষার পর ভিনিসিয়ুসের ‘সার্ভিক্যাল’ চোট ধরা পড়ে। এই চোটে আপাতত কয়েক দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রিয়ালের হয়ে খেলতে গিয়ে চোট পেলেও তাতে ক্ষতিটা হবে ভিনির জাতীয় দল ব্রাজিলের।বর্তমানে আন্তর্জাতিক বিরতির কারণে ক্লাব ফুটবলের খেলা নেই। খেলোয়াড়দের অনেকে এরই মধ্যে যোগ দিয়েছেন জাতীয় দলে। ব্রাজিলও এখন প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১১ অক্টোবর সকাল ছয়টায় চিলির মুখোমুখি হবে দরিভাল জুনিয়রের দল....see moree ee
0 Comments