ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় চার সৈনিক নিহত এবং ৬০ জনের বেশি সৈন্য আহত হয়েছে।
হাইফা শহরের বিশ মাইল দক্ষিণের বিনিয়ামিনা সংলগ্ন একটি ঘাঁটিতে ওই হামলায় আরও সাতজন সৈন্য গুরুতর আহত হয়েছে বলেও আইডিএফ জানিয়েছে।
হেজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তারা আইডিএফ এর গোলানি ব্রিগেড এলাকার একটি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে হামলাটি করা হয়েছে বলে দাবি করেছে। এর অবস্থান তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায়।
সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার বৈরুত ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে।
তাদের দাবি তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্যাম্পটিকে টার্গেট করে তারা ‘ড্রোনের ঝাঁক’ ব্যবহার করেছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস (এমডিএ) জানিয়েছে হামলায় ৬১ জন আহত হয়েছে এবং এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স কিংবা হেলিকপ্টারযোগে আটটি আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়।
তবে কতজন গুরুতর আহত হয়ে সে বিষয়ে এমডিএ ও আইডিএফের তথ্যের অসঙ্গতির কারণ জানা যায়নি।
0 Comments