Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর

 

আওয়ামী লীগ সরকার পতনের আর মাত্র ১ দিন বাকি। ততক্ষণে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে। সেই ৪ আগস্ট পতিত সরকারের পুলিশের গুলিতে রক্তাক্ত হন কলেজ ছাত্র আকবর হোসেন। তবে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এখন উন্নত চিকিৎসার অভাবে বুলেটের ক্ষত নিয়ে কাতরাচ্ছেন।

সিলেট মদন মোহন সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের শ্রেণির শিক্ষার্থী আকবর হোসেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের দিনমজুর শারীরিক প্রতিবন্ধী রওশন আলী ও গৃহিনী ফেরদৌসী বেগম দম্পতির ছেলে তিনি। 



গত ৪ আগস্ট সিলেটে আকবর হোসেনের কলেজ ক্যাম্পাস এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় বিপরীত দিক থেকে ছোড়া গুলিতে বুক, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন আকবর হোসেন। আহত অবস্থায় ওই দিনই তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বলা হলেও অর্থাভাবে শেষ পর্যন্ত  চিকিৎসা বঞ্চিত হচ্ছেন তিনি। বর্তমানে গুলির ক্ষত নিয়ে বাড়িতে বিছানায় পড়ে থাকলেও শারীরিক প্রতিবন্ধী বাবা ছেলের চিকিৎসা না করাতে পেরে হতাশাগ্রস্ত হয়ে........ see more

Post a Comment

0 Comments